IQNA

মানবজাতির সামনে অপেক্ষা করছে  তিমির আচ্ছন্ন ভয়াবহ ভবিষ্যত 

13:52 - February 04, 2024
সংবাদ: 3475054
ডায়নোসর পৃথিবী থেকে যেমন ভাবে বিলুপ্ত হয়ে গেছে ঠিক তেমনি প্রাচ্য ও পাশ্চাত্য তথাকথিত শিল্প বিপ্লব , প্রযুক্তি ও সভ্যতা ( ইকনা; অসভ্যতা বলাই শ্রেয় ) দিয়ে নিজেদের সহ গোটা মানব জাতিকে বিলুপ্তির অতল গহ্বরে নিয়ে যাচ্ছে !!! প্রয়াত বিজ্ঞানী স্টিভেন হকিংসের মতে আগামী ১০০০ বছরের মধ্যেই মানব জাতি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে । আর এ কারণে হকিংস এ সমস্যার একটা আজগুবি সমাধানও দিয়েছেন এভাবে যে মানব জাতিকে বাঁচাতে হলে মানুষকে পৃথিবী থেকে ভেগে অন্য কোনো গ্রহে গিয়ে বসবাস করতে হবে !!!!! এই হলো ( পশ্চাৎ গুহ্যদ্বার সর্বস্ব ) পাশ্চাত্যের বুদ্ধিমত্তা ও মনীষা।

আধুনিক পাশ্চাত্য সভ্যতার বিভীষিকা :
৩০ বছরে ৫০০ কোটি মানুষ দৃষ্টিক্ষীণতার শিকার হবে: সমীক্ষা – Daily Sylhet Surma

বিশ্বের ১৩০ কোটি মানুষ হেডফোনজনিত বধিরতার শিকার

পুরুষের শুক্রাণু কমে যাচ্ছে বিলুপ্ত হতে পারে মানুষ - গবেষণা

শুক্রাণু কমে যাচ্ছে, বিলুপ্ত হবে মানুষ! | প্রথম আলো

জলবায়ু পরিবর্তন ও পুরুষের উর্বরতাদেখা গিয়েছে যে তাপপ্রবাহ কীটপতঙ্গ ও মানুষের শুক্রাণুর ক্ষতি করে। ২০২২ সালের একটি জরিপে দেখা গেছে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে গরম পরিবেশে বা উচ্চ তাপমাত্রায় কাজ করলে শুক্রাণুর মানের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

BBC
Ordibehesht 9, 1402 AP

সম্পূর্ণ দেখতে এখানে ক্লীক করুন

দূষণের কারণে কীভাবে কমে যাচ্ছে পুরুষদের শুক্রাণুর মান - BBC

ইত্তেফাক ১৫-১-২০২৪ -এ প্রকাশিত সংবাদ :

"দ্বিগুণ হয়েছে ৫ শীর্ষ ধনীর সম্পদ গরিব হয়েছেন ৫০০ কোটি মানুষ"

কালা - বধির , বন্ধ্যা , খঞ্জ , বিকলাঙ্গ , দরিদ্র ও  অন্ধ হয়ে বিলুপ্ত হবে ধরণী থেকে অদূর ভবিষ্যতে মানব জাতি প্রাচ্য পাশ্চাত্যের শিল্প বিপ্লব , প্রযুক্তির চোখ ধাঁধানো উন্নতি এবং পাশ্চাত্যের লাগামহীন আধুনিক বস্তুবাদী বিজ্ঞান, শিল্প , সভ্যতা ও সংস্কৃতির কল্যাণে ও বদৌলতে !
তাই এই প্রাচ্য ও পাশ্চাত্যকে পশ্চাৎ গুহ্য দ্বার বললে কি অত্যুক্তি হবে ?!!
পাশ্চাত্য সভ্যতাকে চরম অসভ্যতা বলা উচিত !
ডায়নোসর পৃথিবী থেকে যেমন ভাবে বিলুপ্ত হয়ে গেছে ঠিক তেমনি প্রাচ্য ও পাশ্চাত্য তথাকথিত শিল্প বিপ্লব , প্রযুক্তি ও সভ্যতা ( অসভ্যতা বলাই শ্রেয় ) দিয়ে নিজেদের সহ গোটা মানব জাতিকে বিলুপ্তির অতল গহ্বরে নিয়ে যাচ্ছে !!! প্রয়াত বিজ্ঞানী স্টিভেন হকিংসের মতে আগামী ১০০০ বছরের মধ্যেই মানব জাতি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে । আর এ কারণে হকিংস এ সমস্যার একটা আজগুবি সমাধানও দিয়েছেন এভাবে যে মানব জাতিকে বাঁচাতে হলে মানুষকে পৃথিবী থেকে ভেগে অন্য কোনো গ্রহে গিয়ে বসবাস করতে হবে !!!!! এই হলো ( পশ্চাৎ গুহ্যদ্বার সর্বস্ব ) পাশ্চাত্যের বুদ্ধিমত্তা ও মনীষা।
The West Is Menace!
পাশ্চাত্য আসলেই মানবতার জন্য বিরাট বড় হুমকি!
শিল্পোন্নত প্রাচ্য এই পাশ্চাত্যের শামিল ও অন্তর্ভুক্ত । কারণ প্রাচ্য পাশ্চাত্য সভ্যতাই গ্রহণ করেছে এবং ধনতন্ত্র ও সমাজতন্ত্র - এ সব কিছুই হচ্ছে পাশ্চাত্যের গুহ্যদ্বার হতে নিক্ষিপ্ত ও নি:সৃত পুতিদুর্গন্ধযুক্ত বিষ্ঠা ও মল ছাড়া আর কিছুই নয় । আর গোটা বিশ্ব এই বিষ্ঠা ও মলের মধ্যেই আকণ্ঠ নিমজ্জিত হয়ে হাবুডুবু ও ঘুর পাক খেতে থাকলে  মানব জাতির ভবিষ্যৎ তিমির আচ্ছন্ন হবেই !!
ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান

 

captcha